কি ভাবে ড্রপসিপিং ব্যবসা থেকে মাসে ১লক্ষ টাকা ইনকাম করবেন খুব সহজেই
কি ভাবে ড্রপসিপিং ব্যবসা থেকে ইনকাম করবেন মাসে ১লক্ষ টাকা :- ১. ড্রপসিপিং ব্যাবসা কি : ড্রপসিপিং ব্যবসা একটা সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট যেখানে খুচরো বিক্রেতারা স্টক একত্রিত না করে ক্রেতাদের অর্ডার দ্রব্য পাঠায় সরাসরি ম্যানুফেকচর অথবা কোনো ওয়েবসাইট এর মাধ্যমে অথবা কোনো হোলসেলর এর মাধ্যমে। এবং সেই ম্যানুফেকচর ক্রেতার অর্ডার টা সরাসরি পাঠিয়ে দেয় ক্রেতার এড্রেস এ , এবং খুচরো বিক্রেতা মধ্যে থেকে লাভ তুলে নেই খুব সহজেই। ২. কি ভাবে এটা সম্ভব তার পুরো ব্যাপারটা নিচে দেখানো হলো :- ২০১৫-১৬ সাল থেকেই ড্রপশিপিং বিজনেস দিকে অনেকেই ঝুকেছেন। তার আগ থেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং CPA মার্কেটিং খুব জনপ্রিয় ছিল বর্তমান শিক্ষিত স্মার্ট ইন্টারনেট মার্কেটারদের কাছে।...