কি ভাবে ড্রপসিপিং ব্যবসা থেকে মাসে ১লক্ষ টাকা ইনকাম করবেন খুব সহজেই
কি ভাবে ড্রপসিপিং ব্যবসা থেকে ইনকাম করবেন মাসে ১লক্ষ টাকা :-
১. ড্রপসিপিং ব্যাবসা কি :
ড্রপসিপিং ব্যবসা একটা সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট যেখানে খুচরো বিক্রেতারা স্টক
একত্রিত না করে ক্রেতাদের অর্ডার দ্রব্য পাঠায় সরাসরি ম্যানুফেকচর অথবা কোনো
ওয়েবসাইট এর মাধ্যমে অথবা কোনো হোলসেলর এর মাধ্যমে। এবং সেই ম্যানুফেকচর
ক্রেতার অর্ডার টা সরাসরি পাঠিয়ে দেয় ক্রেতার এড্রেস এ , এবং খুচরো বিক্রেতা মধ্যে
থেকে লাভ তুলে নেই খুব সহজেই।
২. কি ভাবে এটা সম্ভব তার পুরো ব্যাপারটা নিচে দেখানো হলো :-
২০১৫-১৬ সাল থেকেই ড্রপশিপিং বিজনেস দিকে অনেকেই ঝুকেছেন।
তার আগ থেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং CPA মার্কেটিং খুব জনপ্রিয় ছিল বর্তমান শিক্ষিত স্মার্ট ইন্টারনেট মার্কেটারদের কাছে।
ড্রপশিপিং বিজনেস এর ক্ষেত্রে Amazon বা eBay অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতই ডোমেইন, হোস্টিং আর থিম ক্রয় করার মাধ্যমে আপনি aliexpress থেকে পছন্দমত Niche খুজে বের করার পর Vendor বাছাই করুন , এরপর Vendor এর কাছ থেকে ২/৩ ডলার এর প্রোডাক্ট আপনি আপনার স্টোর এ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ১০/১৫ ডলার এ সেট আপ ফানেল রেডি করুন ।
![]() |
ফানেল |
এই সেট আপ ফানেল এর মধ্যে প্রোডাক্ট Image, প্রোডাক্ট Description এগুলো বেশি গুরুত্বপূর্ণ বিষয়।
এক্ষেত্রে প্রোডাক্ট বাছাইয়ে বা Research এ আপনাকে প্রচুর সময় দেওয়া উচিৎ কারণ Product Research এর উপরই ড্রপশিপিং বিজনেস সাকসেস ৭০% থেকে ৮০% নির্ভর করে।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে প্রোডাক্ট সেল এর উপর ভিত্তি করে Vendor বা 3rd Party Affiliate Company গুলো কমিশন প্রদান করে থাকে, আর এই দিক থেকে একই পরিশ্রমের মাধ্যমে তৈরি হচ্ছে আপনার নিজস্ব ব্রান্ড, আপনার নিজের বিজনেস।
এই কারনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর চেয়ে ড্রপশিপিং বেশি জনপ্রিয় হয়ে উঠছে দিন কে দিন।
AliExpress এ পছন্দের নিশ অনুযায়ী প্রচুর Vendor রয়েছে যেখান থেকে আপনি আপনার নিশ বা টপিক অনুযায়ী Oberlo নামক Extension ; Google Web Store থেকে Install করার মাধ্যমে Vendor রিসার্চ করে আপনি আপনার ওয়েবসাইট এ প্রোডাক্ট এর Image, Description, Content কালেক্ট করে নিজস্ব ওয়েবসাইট এ আপলোড করে ব্যবসায় শুরু বা পরিচালনা করতে পারবেন।
তবে, Shopify আপনাকে প্রতি মাসে ছোট একটি ঝামেলায় ফেলবে। যেহেতু প্রচুর Apps, Tools, ফ্রি আর পেইড থিম, Easy Theme Customization ইত্যাদি প্রচুর সুবিধা Shopify এর থেকে আপনি খুব সহজেই পাচ্ছেন, আর এই সমস্ত কারণে Shopify ব্যবহার করার জন্য প্রতিমাসে আপনাকে কমপক্ষে ২৯ ডলার চার্জ গুনতে হবে।
এই দিক থেকে হিসেব করলে CMS(content management system) WordPress এর মাধ্যমে একবার ডোমেইন হোস্টিং ক্রয়ের মধ্য দিয়ে আড়াই থেকে তিন হাজার টাকা খরচ করলে ১ বছর নিশ্চিন্ত থাকা সম্ভব।
৩. কিছু সাকসেস ব্যাক্তি যারা ড্রপসিপিং থেকে কোটি টাকা ইনকাম করেছে :-
২.
৪.
Comments